আমাদের গ্রাম রচনা-আমাদের গ্রাম সম্পর্কে ১০ টি বাক্য

আমাদের গ্রাম রচনাটি অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে নিচে সকল শিক্ষার্থীর উপযোগী করে নিচে দেওয়া হলো। 

আমাদের গ্রাম রচনা


সূচিপত্রঃআমাদের গ্রাম রচনা-আমাদের গ্রাম সম্পর্কে ১০ টি বাক্য

ভূমিকা

আমাদের দেশ গ্রাম প্রধান দেশ।সবুজের সমারহ আর শ্যমলিমার প্রাচুর্যে ভরপুর আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার গ্রাম।যেখানে ভোর হলেই পাখির গানে ঘুম ভাঙ্গে।চোখ মেললেই দেখা মিলে নৈসর্গিক নরম পরিবেশের যা মনকে অনায়াসে করে তোলে শান্ত আর শীতল।

আমাদের গ্রাম

আমাদের গ্রামের নাম শীতলপুর।এটি মূলত পদ্মা নদীর পাশ ঘেষে অবস্থিত।আমাদের গ্রামটিকে চেনা অচেনা নানা ধরনের সবুজ গাছপালা ঘিরে রেখেছে সেই আবহমান কাল থেকে।শহর থেকে বেশ দূরেই বলা চলে এই গ্রামের অবস্থান।

গ্রামের আয়তন

আমাদের গ্রামের আয়তন মাত্র ৩ বর্গকিলোমিটার।অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামটি অত্যান্ত ছোটো।যদিও আমাদের গ্রামের লোকসংখ্যাও খুব একটা বেশি নয়।

গ্রামের লোকসংখ্যা

আমাদের গ্রামটি আয়তনের দিক থেকে ছোট হওয়ায় এ গ্রামে মাত্র ১২০০ লোকের বাস।গ্রামটিতে হিন্দু মুসলিমসহ আরও নানা ধর্মের মানুষ বাস করে।সব ধর্মের লোকেই একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাস করে এবং যেকনো বিপদে আপদে পরস্পরের পাশে দাঁড়াই।

গ্রামের প্রতিষ্ঠান

 আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়,একটি উচ্চ বিদ্যালয়,একটি মাদ্রাসা,এবং একটি কলেজ ও রয়েছে।তাছাড়া এখানে আরও রয়েছে একটি মসজিদ এবং একটি স্বাস্থ্যকমপ্লেক্স ও।

অধিবাসীদের পেশা

আমাদের গ্রামের অধিকাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত হলেও বর্তমানে অনেকেই নতুন নতুন পেশার সাথে যুক্ত হচ্ছে।যেমনঃব্যবসা,শিক্ষকতা ইত্যাদি।

যোগাযোগ ব্যবস্থা

কিছুদিন আগেও আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিলোনা।যোগাযোগের মাধ্যম হিসেবে তাই নির্ভর করতে হতো নৌকার ওপর।তবে বর্তমানে আমাদের গ্রামে কাচা রাস্তার পাশাপাশি ্তৈরি হয়েছে একটি পাকা রাস্তাও।যেখানে রিকশা-অটোরিকশা সহ নানা ধরনের যানবাহন চলাচল করে।

গ্রামের প্রকৃতি

আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ এক কথায় মনকাড়া।পদ্মা নদীর পাশ ঘেষে গ্রামটির অবস্থান হওয়ায় নদীর কলকল শব্দ কানে ভেসে আসে বাতাসের সাথে।গাছ-গাছালি,পাখির কলকাকলী,সবুজ ঘাস আর আমাদের গ্রামের সহজ সরল লোকেদের আন্তরিকতা ঠিক যেন ছবির মতোন।

গ্রামের সংস্কৃতি/আচার অনুষ্ঠান

আমাদের গ্রামের ছোট বড় সকলেই আনন্দপ্রিয়।এ খানে প্রত্যকেই তার নিজ নিজ আচার অনুষ্ঠান মেনে চলে।সেই সাথে থাকে অনেক আয়োজন ও।তাছাড়া বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানে যে যার মত আদর আপ্যয়ন ও হৈহুল্লোড় করে থাকে।আমাদের গ্রামে পৌষ সংক্রান্তিতে যেমন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে তেমনি বছরে একবার মেলার ও বসে থাকে বড় পরিসরে।

উপসংহার

পরিশেষে বলা যায় কোলাহল মুক্ত আমাদের গ্রাম যেমন তার আপন সৌন্দর্যে মুগ্ধতা ছড়ায় তেমনি ভাবে এই গ্রামের মানুষের সরলতা গ্রামটিকে হৃদয় থেকে ভালোবাসতে শেখায় নিত্যদিনই।

আমাদের গ্রাম সম্পর্কে ১০ টি বাক্য

১।আমাদের গ্রামের নাম শীতলপুর।

২।এটি মূলত পদ্মা নদীর পাশ ঘেষে অবস্থিত।

৩।আমাদের গ্রামের আয়তন মাত্র ৩ বর্গকিলোমিটার।

৪।এ গ্রামে মাত্র ১২০০ লোকের বাস।

৫।গ্রামটিতে হিন্দু মুসলিমসহ আরও নানা ধর্মের মানুষ বাস করে।

৬।আমাদের গ্রামের অধিকাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত।

৭।আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়,একটি উচ্চ বিদ্যালয়,একটি মাদ্রাসা,এবং একটি কলেজ ও রয়েছে।

৮। আমাদের গ্রামে কাচা রাস্তার পাশাপাশি  একটি পাকা রাস্তাও রয়েছে।

৯।আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ এক কথায় মনকাড়া।

১০।এই গ্রামের মানুষের সরলতা গ্রামটিকে হৃদয় থেকে ভালোবাসতে শেখায় নিত্যদিনই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪