বই পড়া

বই পড়া যখন একটা নেশা তখন হয়তো আলাদা করে এটি নিয়ে কোনো কথা বলার প্রয়োজন ই পরেনা।

তবুও একটুখানি বলেই ফেলি.....

বড় আপু ছোটবেলা থেকেই খুব প্রতিভাবান ছাত্রী ছিলো। যার ফলসরূপ কেজি স্কুলে থাকাকালীন প্রতি বছর প্রথম স্থান অধিকার করতো এবং উপহার হিসেবে এত এত গল্পের বই পেত। আপুর সেই বইগুলোই হয়ে গেলো আমার জীবনের নেশাময় উপহার।এর পর থেকে অগনিত বই পড়ার সৌভাগ্য হয়েছে আমার।রবীন্দ্রনাথ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বলি অথবা হুমায়ূন আহমেদ থেকে আরিফ আজাদ স্যার প্রত্যেকের লিখায় আমি মুগ্ধতা খুঁজে পাই বার বার।

এখন আমার বইয়ের কালেকশনও নেহাত কম নয়।

বইয়ের নেশায় আসক্ত আমি এভাবেই আসক্ত থাকতে চাই সবসময়। যা কিনা আমাকে পরিচয় করিয়ে দেয় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চেনা অচেনা হাজারো চরিত্রের সাথে।                  

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url